//একটি জিনিস সবার অনেক//
অবলা কে বল দেওয়ার ইচ্ছা
নিজে কি সবল! সেটাই জানিনা
যে কোনো ইচ্ছা করলে কি হবে!
করার নিষেধ আমি মানবো না।
ইচ্ছার কোন ধারা নেই, জানি
গঠন যা হবে, নিজেরই মতন
ইচ্ছা পূরণ, হবে কি হবে না
পূরণ হলেই হবে তা রতন।
যে কোনো ইচ্ছা করা যেতে পারে
ইচ্ছা যে নয় পরাধীন ঘরে
মনের ভিতরে আনব ইচ্ছা
তা নিয়ে খেলব নীরবতা ধরে।
শরীর আমার, পেয়ে গেছি মন
মনের ভিতর ইচ্ছা গঠন
ইচ্ছা সংখ্যা নিশ্চিত অনন্ত
ইচ্ছার থেকে গড়বে স্বপন।
সাধারণ এই এই জীবন সহজ
কী আছে কী নেই, ভাবি না তেমন
আছে আছে আছে, জানি কিছু আছে
সেই কিছু আনে খুশির সমন।
তোমার অনেক, আমারও অনেক
একটি জিনিস, অনেক সবার
সেটাই ইচ্ছা, মনে মনে ঘোরে
অতি প্রিয় সব মনের খাবার।
আচ্ছা এসেছে জন্মের সাথে
থেকে যাবে পথে চলতে চলতে
হারাবে সেটাই, যেটা আমি চাই
বাকিগুলো সব, যাবে মৃত্যুতে।
সুবীর সেনগুপ্ত