//একই দৃশ্য ভিন্ন দিন আর রাতে//

নিশীথ এলেই শরীর অবশ
আঁখির পাতায় ঘুমের পরশ
রাত্রি কি তবে উপভোগ্য শুধুই স্বপনে!
সেটা ঠিক নাকি, অনেক ভাবনা ভাবনে।

নিয়মিত এক ঘটনা নিশীথ
এই ঘটনার আছে এক ভিত
এমন ঘটনা বহু বহু ঘটে ভূবনে
সাধারণ ভেবে ভাবনা আসেনা মননে।

সকলে মানবে নিশীথ ঘুমের
মানবে প্রতিটি দিবস কাজের
মানি মানি মানি, কিন্তু থাকেই প্রশ্ন
যামিনী কি শুধু থাকেই ঘুমের জন্য!

প্রতি মানুষের ঘুম প্রয়োজন
করতেও হয় এটাকে পূরণ
ঘুমের কারণ খুঁজতে হয় না কাউকে
আসল কারণ ক্লান্ত শরীর ঢাকে।

দিন ভালবাসি, ভালবাসি রাত
দিনে কাজ করে হয়ে যাই কাত
সাঁঝের পরেই রাত্রির আসা নিশ্চিত
হবে না কখনো কোন কিছু বিপরীত।

প্রাকৃতিক রূপ দিন এবং রাতে
একই দৃশ্যের ভিন্নতা পাতে
যেরকম রূপ দিনের মাঝারে দেখি
রাত্রিতে সেই একই রূপ দেখি নাকি!

শুধু দিন চাই, ওঠে নাকি দাবী!
নিয়ত রাত্রি, কার মনে ছবি!
একটাই স্থায়ী ছবি সকলের মনে
রেখেছি ছবিতে দিন ও রাত্রি যতনে।

সবাই কখনো দিবানীদ্রায়
এটা স্বীকার্য, এ তো ভুল নয়
তা হলেও ঘুম নিশীথের অধিকারে
যার যত কাজ দিবসের দরবারে।

সুবীর সেনগুপ্ত