//একই আনন্দ কেন যে থাকেনা!//
সত্তর আশি নব্বই নয়
চাইছি কী তবে কুড়ি বা তিরিশ!
আসলে তো আমি চাইছি না কিছু
চেয়ে না পেয়ে কি হব ন্যায়াধীশ!
বয়সের সাথে পুলক বদল
আলাদা খাবার, স্বাদও আলাদা
কুড়ি ও তিরিশে জজ যা পেয়ে গেছি
সত্তরে সেই সব পাওয়া ধাঁধা।
আজ যা পাচ্ছি, কুড়িতে পাইনি
আজকের পাওয়াতেও আনন্দ
আনন্দের কী মানেও বিবিধ!
বিবিধের মাঝে পাই তো ছন্দ।
খুশী উল্লাস আর আনন্দ
কখনো কী হতে পারে অনুরূপ!
নানাবিধ বহু আনন্দ নিয়েই
সময়ে সময়ে এ হৃদয় চুপ।
শৈশব ঘিরে যে আনন্দ ধারা
সহজে পেতাম সেই সব দিনে
সেই আনন্দ আছে তো স্মৃতিতে
আজও খুশী পাই স্মৃতির স্মরণে।
এক থেকে শুরু, একশ কী শেষ!
ঠিক তা তো নয়, তবে কাছাকাছি
সত্তর আশি, তাও হতে পারে
কারো অধিকারে নেই বাছাবাছি।
একই আনন্দ বজায় থাকুক
এই কামনা কী হবে উপযোগী!
মৃত্যুর ক্ষণে থাক আনন্দ
না হয় হলাম সেইদিন রোগী।
সুবীর সেনগুপ্ত