//এখন কোথায় অলিখিত ছক!//

বাঁধা হয়ে গেছে এক অলিখিত ছক
নিয়ত হচ্ছে তাই ধরে ধরে বকবক
সব ভালো কথা কেউ হবে দাতা
শুনবে শ্রমিক মালিকের কথা
কথায় ছুটবে প্রতিশ্রুতির বান
শ্রমিকের কাছে মালিক হবে মহান।

কিছু ভালো ভালো কথা সঞ্চয় করে
গাঁথা হবে মালা সতর্কতার সুরে
মালা দেবে ছুঁড়ে জনতার ভিড়ে
মালার ছোঁয়ায় উৎসাহ বাড়ে
শ্রমিকের মন তখন আশায় দুলছে
মালিকের কথা বেদ বাক্য মনে হচ্ছে।

কোথায় কখন হয়েছে ছকের সূচনা!
না জানা বুদ্ধি করেছে গঠন, অজানা
ভুলিয়েছে মন যত শ্রমিকের
বৃদ্ধি হয়েছে উৎপাদনের
মালিকের শুধু হয়েছে কার্যসিদ্ধি
মাঠে মারা গেছে শ্রমিকের উপলব্ধি।

শ্রমিকের গুণে মালিক হয়েছে ধনী
ধুঁকতে ধুঁকতে শ্রমিক হয়েছে ঋণী
প্রগতির পথে কল কারখানা
শহরে নগরে গড়েছে ঠিকানা
চলবে কী করে! অনেক লোকের প্রয়োজন
শিখিয়ে পরিয়ে গড়েছে শ্রমিক অগনন।

নিবেশ করেই মন চলে যায় লাভে
তাড়াতাড়ি লাভ পেতে মন ডোবে লোভে
মালিকের এই লোভ আর লাভ
শ্রমিকের বারে শুধুই অভাব
অলিখিত ছক আজকেও বেঁচে আছে
তার ব্যবহারে মালিকের মন নাচে।

তখন‌ও শ্রমিক এখন‌ও শ্রমিক দেখছি
পরিবর্তন এসেছে সেটাও বুঝছি
সেদিনের ছক আজ আর নেই
এখন মালিক চলে নিয়মেই
ছোটখাটো চাপ হয়ত শ্রমিক পায়
আজ শ্রমিকের কমে গেছে কিছু দায়।

কাজ বুঝে আয় হলেই বলব ঠিক
তুলনামূলক বিচারে কম অধিক
আয় কম তবু জীবন চলছে
সকলের মুখে হাসিও ফুটছে
কিছু সমতার স্পর্শ এখন জীবনে
আরো ভালো হবে ভবিষ্যতেও ভূবনে।

সুবীর সেনগুপ্ত