//একবার নাকি বহুবার//
একবার বলে চুপ করে যাওয়া
যাকে বললাম, তার পালে হাওয়া
সে যদি হাওয়ায় ডুবতে না চায়
বারবার বলে কেন করা ধাওয়া!
না শোনার ভান কেউ যদি করে
বারংবার কি বলা যেতে পারে!
আমার ধারনা সেটা ঠিক নয়
সে মুখ খুলবে তার দরকারে।
একবার ডাকে সাড়া না দিলে কি
শুনতে পায়নি, ধরে নেব নাকি!
বারবার ডেকে সাড়া না আসলে
তার পক্ষেই ভাবনা যাবে কি!
একবার হেঁটে গিয়েছি যে পথে
বাধা নেই আরো একবার যেতে
একবার নয়, দেখি বহুবার
পূর্ণিমা এলে চাঁদের বাহার।
একবার রাতে ঘুমিয়ে পড়লে
ঘুম কি ভাঙ্গে না প্রভাত না এলে!
ভেঙে গেলে ঘুম আবার ঘুমোই
হিসেব রাখি না, ঘুম এসে গেলে।
একবার চাঁদ উঠলে আকাশে
এক সন্ধ্যাও যায় অবকাশে
একবার ঊষা যেই দেয় দেখা
যামিনী লুকিয়ে যায় এক পাশে।
একবার ভুলে ক্ষমা চাওয়া যায়
বারবার হলে সাজা নিতে হয়
একবার ঠিক, বারবার ঠিক
দুটোতেই সম্মান এসে যায়।
পরিচয় সে তো একবারই হয়
ভবিষ্যতেও পরিচিত রয়
সময় পেরলে যদি ভুলে যাই
সামনে আসলে মনে পড়ে যায়।
একবার আসা, একবার যাওয়া
এলে বহুবার, যাওয়া বারবার
একবার এসে থেকে যেতে পারি
তখন রুদ্ধ হয় সব দ্বার।
যে কোনো বিষয়ে জ্ঞান নিতে চাই
একবার পড়ে ক্ষান্ত কি হই!
যতবার পড়ি, তাই যথার্থ
এটা ভুল নয় বলবে সবাই।
একবার আর বহুবার নিয়ে
সমাজে মানুষ যাচ্ছে এগিয়ে
কোনটা কখন বুঝতে পারলে
হাসি আর খুশি জীবনের নায়ে।
সুবীর সেনগুপ্ত