//একবার নাকি বারবার//

আবার করব সেই কাজগুলো আমি
আমার কাজের আমি হব অনুগামী
আবার করার জন্য গড়ব মন
কাজ শেষ হলে করব উদযাপন।

ছোট ছোট কাজ যাতে আছে উদ্ভাবন
অনেক শেখার হয়না তো প্রয়োজন
তেমন কাজের করেই যাবো যতন
সেই সব কাজ হবেই আপনজন।

কোন কাজ করা হবে শুধু একবার!
খুঁজে খুঁজে সারা, অসফল হই বারবার
দিনের সূচনা কাজের সূচনা দিয়েই
নিত্য কর্মে মন চলে যায় ধেয়েই।

একবার করি কিন্তু করি প্রত্যহ
করার মধ্যে ইচ্ছা ও আগ্রহ
একদিন নয় প্রতিদিন করে করে
কাজে দক্ষতা নিশ্চিত যায় বেড়ে।

দৈনন্দিন কাজ নিয়ে কথা বলছি না
কথা সেই কাজে, যা গুরুত্ব পায় না
ঠিক কি বলতে চাই, তাই বলা যাক
কাজে গুরুত্ব বলা বাহুল্য হয়ে যাক।

পেশার সঙ্গে সংযোগ যদি না থাকে
গুরুত্ব হারিয়ে কাজ পড়বেই বিপাকে
ভাবনা যেমন নিশ্চিত মনে ঢুকবে
কাজও তেমন গুরুত্বে এসে জুড়বে।

কাজের কী রূপ, তাই জেনে নয় গুরুত্ব
কাজের সংজ্ঞা সব কাজে একই তত্ত্ব
বারবার করা এ তো নয় এক নিয়ম
বারবার করে প্রমাণিত হয় সংযম।

বারবার করে বাড়ে কাজে কুশলতা
সেটাই কাম্য, জানাচ্ছি এই কথা
সক্ষম হতে দক্ষতা চাই জীবনে
ভ্রমের সঙ্গে রুক্ষতা আসে মনে।

একবার করা কাজ কদাচিৎ হয়
নিশ্চিত করে বলাটাও হবে অন্যায়
জন্ম মৃত্যু কাজ বলে ধরা যায় না
এ দুটো কেবলই একেই থেমে যায়।

বারবার করা ভালো, নাকি একবার!
সবাই ভাবুক, নির্ণয় হোক ইচ্ছার
কাজ করে যাক মানুষ, সেটাই মুখ্য
দক্ষতা পাওয়া সকলের অধিকার।

কাজ করতেই আসা নাকি এই ভুবনে!
এই জিজ্ঞাসা মনে হয় যাবে দর্শনে
যদি নাও হয় দর্শন, কী হবে প্রশ্ন!
জানিনা, কিন্তু কর্ম থাকবে যতনে।

সুবীর সেনগুপ্ত