//এক তো হতেই হবে//

এক তন, এক মন
বহু স্বপ্নের বন
কাঙ্খিত কিংবা অনাকাঙ্ক্ষিত...
এক ক্ষণ, এক তিথি
এক মাথা, এক সিঁথি
সবই পেয়ে গেছি অযাচিত।

এক নীতি, এক রীতি
এক সুর, এক গীতি
গায়ক বা গায়িকার মুখে গান...
এক নারী, এক নর
এক বউ, এক বর
মিলেমিশে এক হয়ে যায় প্রাণ।

এক বাড়ী, এক গাড়ী
নিয়ম হয় না জারি
বহু গাড়ি নিয়ে এক বাসস্থান...
এক ঋতু, এক ছাতা
বৃষ্টিতে বাঁচে মাথা
এক ছাতা, তাও নয় নিয়মের দান।

এক ফুল, এক পাতা
এক দান, এক দাতা
এমন নিয়ম নেই বিধির বিধানে...
এক ভুল, এক ঠিক
নয় শুধু এক দিক
বৈচিত্র্যময় সব কিছু এই ভূবনে।

এক রবি, এক শশী
তাই আছে দিবানিশি
এটাই নিয়ম, পেতে নেই কোন ছেদ...
এক গ্রহ, বহু প্রাণ
অদিতির সম্মান
বিলুপ্ত হলে প্রাণ, সম্মানে বিচ্ছেদ।

কিছু এক, কিছু দুই
কিছু আরো বেশীতেই
তার থেকে আরো বেশী অজানার বক্ষে...
এক ভাব পায় গতি
বহু ভাবে দুর্গতি
তাও থাকে এই মন ভাবনারই পক্ষে।

এক তো হবেই হবে
যাই হোক এই ভবে
তারপরে হতে পারে দুই তিন চার...
এক হয়ে থেমে যাবে
দৃষ্টান্ত পাওয়া যাবে
দয়া করে প্রতিবাদে হয়ো না সোচ্চার।

সুবীর সেনগুপ্ত