//এক জয় করে বাজবে ডঙ্কা//

একটা কাজে মন ডুবিয়ে
করতে করতে যাই হারিয়ে
হারিয়ে গেলেও হচ্ছে না তো ভুল
মন দিয়ে এক কাজ করে পাই কূল।

একটা কাজই ভীষণ দামী
সেটার যত্ন নিতে চাই আমি
যত্ন নেওয়ার কারণ আমার আছে
যত্ন করেই রেখেছি তাও কাছে।

একটাই কাজ করতে হবে
একসাথে দুই কাজ ডুববে
একটা কাজের অন্ত হলেই, অন্য
আনতে হবেই আগ্রহ তার জন্য।

একটাই মন, হয় না যে দুই
ব্যস্ত করতে হয় এক কাজেই
রাখতেও হবে ব্যস্ত শেষ পর্যন্ত
আর তা করলে, সঠিক হবে অন্ত।

একটি প্রাণের একটি জীবন
জীবন খেলবে নিজের মতন
সব খেলাতেই কাজই হবে মুখ্য
এক খেলাতে এক কাজে নেই দুঃখ।

খেলছি যখন ব্যাডমিন্টন
টেনিস কি আর খেলছি তখন
খেলছি না যে সবাই বুঝতে পারে
এই জ্ঞান নিয়ে একটি খেলাই ধরে।

হলেও তো এক প্রথম সংখ্যা
এক জয় করে বাজবে ডঙ্কা
একের পর এক জয়ে সংখ্যা বাড়বে
থাকলে দুঃখ, সব কমতেই থাকবে।

এক ধারণা একটি বারে
এক কবিতা লেখার তরে
না যদি পাই লেখার কোন অন্ত
বলবে না কি ছিলাম আমি ভ্রান্ত!

কাজের সঙ্গে মনের যে যোগ
সেটাই রাখলে, নেই দুর্ভোগ
এক এক করেই বেশীর ছোঁয়া পাই
নইলে কাজের পরিণাম কিছু নাই।

সুবীর সেনগুপ্ত