//এগিয়ে চলা//

যখন এগিয়ে গিয়েছি দুই পা
পিছিয়ে আসার কেন যে চিন্তা
আর কতবার করব এমন!
এই ভাবেই কি চলবে দিনটা!

এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবল
এই ইচ্ছা তো সবার জন্য
হঠাৎ করেই এগিয়ে গেলে
অজানা পথ হবেই বন্য।

শুধুই কি আর শরীরে এগোয়
এগিয়ে চলে সাথেও তো মন
একত্রে এই চলার পথেই
খুঁজে পেয়ে যাই কাঙ্ক্ষিত ধন।

এগিয়ে চলে না চাঁদ আর সূর্য
নিরলস ঘোরে চক্রের পথে
গ্রহ উপগ্রহ একই নিয়মে
চক্রে আবর্তনের পথে।

এক স্থানে হয় শিশুর জন্ম
সেই স্থানে নয় স্থায়ী অবস্থান
হামাগুড়ি আর হাঁটতে শিখেই
এগিয়ে চলার ইচ্ছা প্রধান।

এক প্রবণতা খুব স্বাভাবিক
আর সেটা হলো এগিয়ে চলার
কোন প্রাণী আছে যায় না এগিয়ে!
আগে যাওয়া যেন এক উপহার।

এগিয়ে এগিয়ে কত দূরে যাব!
এগোব তো এই গোল পৃথিবীতে
এগোতে এগোতে আসব কি ফিরে।
যাত্রা শুরুর ঠিক সেই স্থানেতে!

এগিয়ে যাওয়ার থাকেই সীমানা
এটা মেনে নিয়ে শুরু করি চলা
কামনায় থাকে যে যে গন্তব্য
পৌঁছে গেলেই ফিরবার পালা।

উন্নতি চাই, যাই না পিছিয়ে
পিছনে যা আছে দেখেই নিয়েছি
যা জানা হয়নি, তাই জেনে নিতে
যেতে হবে আগে, ভাবনা ধরছি।

কখনো থামতে পারেনা প্রগতি
থামবে কি করে! মানুষ চায়না
সচল রাখতে প্রগতির ধারা
এগিয়ে চলায় বিরতি আসে না।

সুবীর সেনগুপ্ত