//এ কেমন বুদ্ধি!//
মানুষ বুদ্ধিমান
তবে অরণ্যে ম্লান
শহরের বুকে করে যায় দাপাদাপি
অজস্র পাপ করে হয় না তো পাপী।
বুদ্ধি থাকেও যদি
তার কী প্রয়োগ-বিধি
প্রয়োগ-বিধিকে নিয়ে ভাবে না মানুষ
হোক-না সে পরিচয়ে নারী বা পুরুষ।
মানুষ বুদ্ধিমান
এ খেতাব কার দান
মানুষ নিজেই নিয়ে নিয়েছে খেতাব
তাই কী নিজের সাথে নেই সদ্ভাব!
মানুষ বুদ্ধিমান
বুদ্ধিতে অভিমান
জুড়ে জুড়ে দুটোকে গড়ে যায় খিচুড়ি
আপনকে পর করে নেয় বাহাদুরি।
বুদ্ধিমান মানুষ
সৃষ্টি করেছে ঘুষ
এটাকে অস্ত্র করে, তাতে দেয় শাণ
এই অস্ত্র ব্যবহারে বাড়ে অবদান।
মানুষ বুদ্ধিমান
বিশ্বাসে এই মান
এতে নেই কোত্থাও এক ফোঁটা সন্দেহ
এর জোরেই কী লোভ করে ফেলে শ্রেয়!
মানুষ বুদ্ধিমান
জলে স্থলে অভিযান
অভিযান এগিয়েছে দূরে অন্তরীক্ষে
এই কী প্রমাণ বুদ্ধিমানের পক্ষে!
মানুষ বুদ্ধিমান
দোষী হয়ে করে তান
বুদ্ধি দিয়েই করে যায় দুর্নীতি
বুদ্ধির দাবী করে কেন অবনতি!
সুবীর সেনগুপ্ত