//দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ//
অরে বাবা তুমি সাধন মিত্র
তুমি না বললে, কে আর বলবে!
পূরণ করেছো সাধ গড়ে ধন
গড়েছ দুর্নীতির এক চিত্র|
জনপ্রতিনিধি হয়েছ আবার
রঙ চঙ সব পোষাক তোমার
লাল নীল কালো কাঁচের আড়ালে
দৃষ্টি লুকিয়ে করো কারবার|
একদিন তুমি মন্ত্রীও ছিলে
চারপাশে ছিল সান্ত্রীর দল
নিরাপত্তার ঘেরাটোপ থেকে
করে গিয়েছিলে শত শত ছল|
আজ এই সময়ে তুমি বিধায়ক
ব্যস এর বেশী কিছুই পাওনি
তবে ঠাঁটবাট বজায় রেখেছো
অর্থাভাবে যে পড়তে হয়নি|
কারাগারে ছিলে বেশ কিছুদিন
কারণ বলতে সেই দুর্নীতি
জামিন পেয়েছ দলের দয়ায়
দলের ভিতরে কমে গেছে প্রীতি|
এখন আবার চাইছ ক্ষমতা
যার স্বাদ তুমি আগেই পেয়েছ
ক্ষমতার স্বাদ ভোলা মুশকিল
তাই তো কথায় জড়িয়ে পড়ছ|
নেত্রীকে খুশী করতে ব্যস্ত
দেখা তো পাওনা, কথা নির্ভর
সংবাদ হতে চাও প্রতিদিন
সুযোগের সাথে করে ফেল দর|
ভুল ভাল কথা বলতে বলতে
টাকার গরম দেখাতে দেখাতে
তুমি হয়ে গেছ হাসির খোরাক
সেটা বুঝলেও, পারো না ছাড়তে|
তোমার কথার কদর আর কই!
কিন্তু কথার হয় তো প্রচার
বিনা পয়সায় হাসির খোরাক
জনতার চোখে আজ তুমি ভাঁড়|
বয়স তো কম হলো না তোমার
সত্তর পার করেই ফেলেছ
এখনো গেল না ক্ষমতার লোভ
কোন মতলবে মন জড়িয়েছ!
সাধন তোমার নামটি তো বেশ
খুঁজেই চলেছ আয়ের সাধন
খোঁজো খোঁজো, এ তো তোমার ইচ্ছা
প্রয়াস করতে কোথায় বারণ!
সুবীর সেনগুপ্ত