//দুর্নীতিগ্রস্ত এক মুখ্য মন্ত্রীর ভাবনা//
যা করার তাই করতেই হবে
আমি ছাড়ব না গদী কিছুতেই
ভুলভাল বলে ভোট তো পেয়েছি
আবার পাবো না, বুঝেও ফেলেছি|
চারিদিকে দেখি মানুষ মরছে
মরছে না কেউ ভুগেও অসুখে
এখানে ওখানে খুন হয়ে যাচ্ছে
ধরছে না কোনো পুলিশ কাউকে!
ধরবেই কেন! আদেশ দিইনি
মরছে মরুক যত বিরোধীরা
এঁরাই আনছে সত্য সামনে
শুনতে পাচ্ছি দুর্নীতি নাড়া|
আমার মন্ত্রী সান্ত্রীরা যত
করেই যাচ্ছে চুরি অবিরত
কুড়ি শতাংশ তাদের প্রাপ্য
আশি শতাংশ আমার অর্থ|
অতি সাবধানে চুরি করি আমি
কী করে পাঠাবে আমায় শ্রীঘরে!
তোমরা তো সব বোকাদের দল
শেখো চুরি করা বুদ্ধির জোরে|
তোমাদের কথা সবই মিথ্যে
কারণ তোমরা ক্ষমতায় নেই
আমার মিথ্যে, শুনবেই লোক
না শুনে কি আছে উপায় কিছুই|
আরে বাবা, কেন মানতে পারোনা!
উঁচুতে উঠলে সব দেখা যায়
সব জানা যায়, পাওয়া যায় সব
এই স্বীকৃতি অলিখিত আয়|
আমি অপ্রতিম, এটা শুনে নাও
শুধু শুনলেই হবে না...তা জেনো
আস্থা আমার উপরেই রাখো
অযথা আমাকে চোর বলো কেন!
যতই বলোনা আমি বড় চোর
প্রমান কোথায়! শুধু অভিযোগ
আমিও তোমাকে চোর বলি যদি
আসলে বলাটা, এ তো এক রোগ|
যোগাড় করতে হবে বহু ভোট
সরাসরি ভোট বোধহয় পাবোনা
তাই তো মিথ্যে দিনে রাতে বলি
টাকা দিয়ে ভোট কেনার সাধনা|
ভয় তো ঢুকেছে আমার মনেও
গ্রেফতার যদি হই কোনোদিন!
নকল সাহসে ভর করে করে
কাটিয়ে দিচ্ছি এক এক দিন্|
সুবীর সেনগুপ্ত