//সূক্ষ বনাম রুক্ষ ভাবনা//
যত রুক্ষতা মনে জমিয়েছি
তত হারিয়েছে সূক্ষ ভাবনা
যত বিরোধের বন্ধু হয়েছি
শত্রু বেড়েছে প্রায় একটানা।
নাই যদি জাগে সূক্ষ চেতনা
রুক্ষতা জমে সময়ের সাথে
সরিয়ে রাখলে রুক্ষতা দূরে
সূক্ষ ভাবনা জাগতে থাকবে।
কিনতে হয়না সূক্ষ ভাবনা
স্বাধীন, তাই তো উড়ছে হাওয়ায়
যাঁরা নিতে চায়, নিয়েও নিচ্ছে
না নিয়ে কেন যে হই অসহায়!
শরীর সুস্থ, মনটাও ভালো
তবে কেন নেই মনে আনন্দ!
নিরানন্দের অনেক কারণ
কারণে রুক্ষ ভাবনা বদ্ধ।
রুক্ষ ভাবনা শুধু কি আমার!
এমন হওয়া তো সম্ভব নয়
এমন ভাবনা আসে প্রতি মনে
আসার সময় অজানিত রয়।
রুক্ষ ভাবনা থেকে যদি কাজ
ত্রুটির সম্ভাবনা কাজে থাকে
কথা হতে পারে অসংলগ্ন
রুক্ষ ভাবনা আনে ক্ষতি ডেকে।
যে মন অধিকারেই নিয়েছি
সে মন বেয়াড়া বলা বাহুল্য
বহু চেষ্টাতে বাগে আনলেও
দিতেও তো হয় কখনো মূল্য।
সুবীর সেনগুপ্ত