//দুজনেই আজ ডুবেছি সুখের সাগরে//
নিঃশ্বাসে এক অন্য মনের স্পর্শ
বিশ্বাসে জেগে উঠেছে হর্ষ
কেটেও গিয়েছে অবিশ্বাসের বন্ধন
আনন্দে তার হয়েছে প্রতিফলন।
অনেক অপেক্ষা হয়েছে অতীত
ভাবনাতে ছিল সুখ কিঞ্চিত
অজানা সুখের মাঝেই ডুবেছে মন
কামনা এখন সুশোভিত এক বন।
অনেক মনের অধিকারী নই
শুধু এক মন সবার কাছেই
অন্য মনের হদিশ পাওয়া মুশকিল
যাঁর মন তাঁর প্রাণেই এঁটেছে খিল।
আলাপের পরে জানা হলো নাম
ভালো লেগে গেলে জানা হয় ধাম
আরো মেলামেশা করার ইচ্ছা জাগে
ইচ্ছা পূরণে মন ছুটে যায় আগে।
দেওয়া আর নেওয়া, উপহার নয়
দেওয়া আর নেওয়া শুধুই কথায়
চলতেই থাকে ভাবের আদান প্রদান
এই চলাতেই ডুবে যায় মান অভিমান।
মান-অভিমান পালা শেষ হয়
শেষ হয়ে যায় জয় পরাজয়
চিন্তার ধারা খুঁজে পায় এক বিন্দু
এই বিন্দুই হয়ে যায় সুখ সিন্ধু।
তোমার মনের স্পর্শ পেয়েছি
তুমিও পেয়েছো, তাও জেনে গেছি
হারিয়ে গিয়েছে অপেক্ষা চিরতরে
দুজনেই আজ ডুবেছি সুখের সাগরে।
সুবীর সেনগুপ্ত।