//দুই চোখে যাই দেখি সব আপেক্ষিক//
আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক তাপ
আপেক্ষিক যাত্রার দূরত্ব পরিমাপ
বেশি বেশি বলে কেন করি চিৎকার!
কম কম বলে কেন করি হাহাকার!
আহার পুষ্টিকর স্বাদে ভরা চাই
পাদুকা ও পরিধান উচ্চমানেই
কী পুষ্টি কী যে স্বাদ কী যে মাপকাঠি
অগুণিত উত্তর, কোনটা যে খাঁটি!
মন্দটা দিয়ে বলে এটা সর্বশ্রেষ্ঠ
ভাবি এ কি পরিহাস, এই কি অদৃষ্ট!
দূরত্ব মাপতে পারি যথাযথ ভাবে
এক মাপ তবু কম বেশি অনুভবে।
সকলে কামনা করে তীক্ষ্ণ দৃষ্টি
শ্রাবণ না হলেও চায় যায় বৃষ্টি
এখানেও এসে যায় সেই একই প্রশ্ন
জবাব যেটাই পাই, হয় না তো রত্ন।
কঠিন কাজটা করে তুমি ভালো হলে
বলা কি যেত না তুমি সফলতা পেলে!
'ওর মন ভালো নয়', এর কি যে মানে!
একটু পরেই দেখি হাসিখুশি বনে।
খারাপ বা মন্দ ভালো, উত্তম
বললে আনতে হবে তুলনা কদম
মানে যদি অস্পষ্ট, কথা মূল্যহীন
দাম-হীন হয়ে কথা হয়ে যাবে দীন।
কাউকে দেখেই বলি ও তো খুব মোটা
কত মোটা, তা জানি না, দিয়ে যাই খোঁটা
আমার থেকে সে মোটা, দেখে বুঝে যাই
আপেক্ষিক বলাতেই আসে এটা ওটা।
সব ঘটনার হয়ে যায় উপসংহার
চূড়ান্ত যদি বলি, হয়ে যাবে অবিচার
মতামত মেনে নিয়ে কাজ করা হয়
এগোতে এগোতে কাজ পায়না বিচার।
দুই চোখে যাই দেখি সব আপেক্ষিক
চলতে চলতে পুবে, পূব হারায় দিক
নজির কত যে দেবো, নেই তার শেষ
খেলো ভাবলেই খেলো, নইলে বিশেষ।
সুবীর সেনগুপ্ত