//দৃষ্টির সাথে দৃষ্টি মেলানো প্রয়োজন//
যদি চলে যাই দৃষ্টির থেকে বাইরে
চলে গেলাম কী সত্যিই বহু দূরে!
দৃষ্টির থেকে বাইরে যেতে হবেই
এই সত্যির কোনো বিকল্প নেই।
সর্বদা কোনো দৃষ্টি সামনে থাকে কী!
'থাকতে পারে না', এই জ্ঞান নেই নাকি!
সকলেরই মনে দৃষ্টির কামনা
হতে পারে অবচেতনের চেতনা।
সাথী হয়ে থাক কেউ এই জীবনে
এই এক আশা থাকতেই পারে মননে।
যদি নাও থাকে এরকম এক আশা
সামনে পিছনে থাকে কারো ভরসা।
দৃষ্টির সাথে দৃষ্টি মিলছে প্রতিদিন
হারিয়ে যাচ্ছে দৃষ্টিও প্রতিদিন।
সংলাপ কথাবার্তা ও মতবিনিময়
জীবনে চলার পথে আনে প্রত্যয়।
কথা ও বার্তা মানেই দৃষ্টি মিলবে
দৃষ্টি মিললে তবেই অর্থ ফুটবে।
চোখে চোখ মেলানোই নয় শুধু দৃষ্টি
প্রকৃতির রূপ দেখেও তো যায় দৃষ্টি।
দৃষ্টিবিহীন হওয়াই তো দুর্ভাগ্যের
হলেও কিন্তু তাঁরা প্রয়জনে সমাজের।
শুভপরিণয়ে শুভ দৃষ্টির সূচনা
অনন্য এক অনুভূতিতেও চেতনা।
ক্রুর দৃষ্টির থেকে বাঁচলেই, ভালো
মধুর দৃষ্টি মনে জাগাবেই আলো।
বিধাতার কত ভিন্ন ভিন্ন সৃষ্টি
দেখার জন্য বিধাতা গড়েছে দৃষ্টি।
দৃষ্টির সাথে মন জুড়ে এক দল
এই দল হলো এগিয়ে চলার বল।
দৃষ্টিতে কটূ কিছু না করলে, মঙ্গল
জানি যে মিষ্টি দৃষ্টিই এনে দেবে ফল।
সুবীর সেনগুপ্ত