//দৃষ্টি, শ্রবণ, সাথে পরিচয়//
দৃষ্টির আঙিনায় দৃষ্টি
না এলে কি জানা যায়
নাকি হয় পরিচয়
এই কথা মনে আসা স্বাভাবিক
প্রতিবাদে বলবই, না না এটা নয় ঠিক।
থাকলে অন্তরালে
শোনা কথা আবডালে
প্রতিক্রিয়াও জলে
আসল কথা তো হলো চোখে চোখ রেখে
এ তো নয় পথ চলা, যাব এঁকে বেঁকে।
কাজ নেই প্রতিবাদ
হাবাগোবা সংবাদ
হয় না কারোর সাধ
অকারণে বিরোধিতা পায় না স্বীকৃতি
অযথা যে প্রতিবাদ, সবই বিকৃতি।
দুই আঁখি মেলে ধরি
নিসর্গ মনে ভরি
আসে চোখে নর নারী
জানতে পারি না কিছু শুধু দেখাতেই
দেখি রূপ পরিধান, অন্ত এতেই।
কাছে ডেকে কথা বলা
একসাথে পথ চলা
অনুভূতি গড়ে তোলা
এই সব হয়ে গেলে, হয় পরিচয়
নইলে তো চেনা জানা, সুদূরেই রয়।
কেন করা পরিচয়!
না করে তো দোষ নয়
জীবন কি থেমে যায়!
কারণ একটা শুধু, আমরা যে চাই
কেন চাই! সেটাই তো প্রশ্নের চাঁই।
মানুষ সভ্য জাতি
নয় তিমি নয় হাতি
পরিবর্তনে স্থিতি
জীবনে বদল চাই, সেটাই বিষয়
কাল দূরে, আজ কাছে, মন বিনিময়।