//দর্পণ//

দর্পনে মুখ দেখতে দেখতে
অনুভূতিজাত সুখ পেতে পেতে
বহে যায় কত সময় অজানা অতীতে
অজানা অতীত বদল হয় কি কোনো মতে!

দর্পণ ছাড়া জীবন হয় কি!
বোধহয় হয় না, তবে হতে পারে
প্রায় সকলেই প্রতিদিন দেখি দর্পণ
আর এই দেখা নিশ্চিত করে সাধারণ।

দর্পনে অধিকার সকলের
কুৎসিত মুখ, তাঁরও সাধের
কারো ইচ্ছাতে থাকা নেই অবগুণ্ঠনে
নিজের উপরে ভালোবাসা ফোটে দর্পণে।

কি করে বলব সঙ্গী আয়না!
আয়নাকে দূরে রাখাও যায় না
আয়না দেয় না প্রেরণা চলতে পথে!
দিলে রাখতাম, আয়না সদাই সাথে

দর্পণ চাই, সাথে আলো চাই
প্রতিফলন যে হয় আলোতেই
কালোর ভিতর আয়নার নেই দাম
তবে এটা জানি কালো অস্থায়ী পরিণাম।

দর্পণ শুধু দর্পণ নয়
দর্পণ মনে সাহস যোগায়
কখনো কি মনে হয় দর্পণ প্রতিকূল!
যদি তাই হয়, সেটা কি ভাবনায় ভুল!

দর্পণ যদি দিয়ে দেয় ধোঁকা
ক্ষণিকের তরে হয়ে যাই বোকা
তবুও পারিনা দূরে ঠেলে দিতে দর্পণ
চিরসাথী হয়ে থেকে যায় সাথে আমরণ।

দর্পণে চোখ চলে যায় যদি
সাথে থাকবেই মন নিরবধি
মন আর চোখ মিলেমিশে যায় দর্পণে
এই কি কারণ, এতো ভালোবাসা দর্পণে!

নিজেই নিজেকে দেখা অসাধ্য
আর এক পথ, নিতে হই বাধ্য
তাই নিতে হয় প্রতিবিম্বের সহায়তা
প্রতিবিম্ব যে গড়ে দর্পণে, জানা কথা।

একবার দেখি, বারবার দেখি
নিজেই নিজের প্রেমে পড়ি নাকি!
আমার ধারণা, অজান্তে তাই হয়ে যায়
ধারণাকে যদি বলো ভুল, আমি অসহায়।

দর্পণ এক আকর্ষিক সৃষ্টি
দাম নেই যদি না থাকে দৃষ্টি
প্রকৃতির দেওয়া দর্পণ স্থির জলে
স্থিরতার নেই কোনো জামিনদার ভূতলে।

সুবীর সেনগুপ্ত