//দল হলো দল, হবেনা সাগর//
দলের ভিতরে হয়ে আছে ভীড়
সকলে চাইছে খেতে ঘন ক্ষীর
কেউ খায় বেশী, কেউ খায় কম
সুযোগে ছুঁড়ছে প্রত্যেকে তীর।
সকলেই চায় হোক তার নাম
দলের ভিতরে চলে দরদাম
চলতেও থাকে ল্যাং মারামারি
উপরে উপরে সব ছিমছাম।
দল হলে থাকে অনেক সভ্য
সভ্যরা কেউ নয় অসভ্য
সকলে মিলেই গড়ে ওঠে দল
নইলে হতো কী দল আরম্ভ!
দলের ভিতরে প্রাধান্য কার!
যে দলপতি, হবেই তো তাঁর
যাঁর উদ্যোগে গড়েছিল দল
মাথায় হবেই তাঁর অধিকার।
দল গড়লে কী দল ফুটে ওঠে!
দল দুর্বল, দল আগে ছোটে
এই নিয়মেই দলের হিসেব
ক্ষয়ে যেতে যেতে উঠে যায় লাটে।
দল হলো দল, হবেনা সাগর
হবেনা মেঘের বিভিন্ন স্তর
স্বতঃপ্রবাহিত নদীও নয়
তাও ইতিহাসে দলের কদর।
দল দল দল, চারিদিকে দল
ছোটদের দল, বড়দের দল
অলিতে গলিতে গজে ওঠা দল
ভিন্ন ভিন্ন বিষয়ের দল।
বন্ধুর দল, শত্রুর দল
নারীদের দল, পুরুষের দল
কোন দল অতি অবশ্য চাই!
সেটা হলো রাজনৈতিক দল।
দল থাকলেই হবে কোলাকুলি
সাথে সাথে হতে থাকে দলাদলি
দল প্রয়োজন, খুব প্রয়োজন
তবু দল সমালোচনার বলি।
গোষ্টী সংঘ সমিতি আসর
এই সব নামে দলের আদর
মিলেমিশে কাজ হলেই থাকেনা
কোনো হারজিতে লজ্জার স্তর।
কত পুরাতন দলের ধারণা
বহু পুরাতন, নেই সন্দেহ
প্রাণের সূত্রপাতেই কী দল!
জানব না তবু আছে আগ্রহ।
সুবীর সেনগুপ্ত