//দৈনন্দিন কাজ বদলে দেয় না পেশা//

খেতে হবে তাই করছি রান্না
রান্না করে কি হচ্ছি পাচক!
পাচক হয়েছি, বলছে না কেউ
প্রশ্ন করি না হয়ে উপযাচক।

রান্না করেছি, পাচক হইনি
সেলাই করেছি, হইনি দর্জি
গাড়িও চালাই প্রায় প্রতিদিন
ড্রাইভার ভেবে পাই না আর্জি।

সত্যিকারের যে হয় পাচক
জীবন কি তার কাটে রান্নাতে!
কর্ম যখন হয়ে যায় পেশা
সেই কাজ থাকে সময় সীমাতে।

বহু পেশাগত কাজ বাড়ীতেও
প্রায় প্রত্যেকে কখনো তা করে
সে হয়ে যায় না কভু চিহ্নিত
নিজ পেশাতেই জ্বল জ্বল করে।

বাঁচার তাগিদে কাজের জগতে
বিরাম দিলেই জীবন ত্রুটিতে
কর্মের সূচী করা মুশকিল
নতুন কর্ম জুড়ে যায় পাতে।

তুমি আমি গড়ি, তাই সংসার
সংসারের যে স্বাদ, নিতে হবে
কর্মই দিতে পারে সেই স্বাদ
তা সে যাই হোক প্রয়াস চলবে।

রম্য জীবন সকলেই চায়
সেটাই পুরন করার প্রয়াস
প্রয়াস মানেই কিছু তো কর্ম
সেই কর্মের হতে হবে দাস।

কাজ থেকে পাওয়া যায় যে উপাধি
রোজ রোজ তার হয় না বদল
কখনো কেউ তা বদল করলে
সেও পেয়ে যায় স্বীকৃত ফল।

একটা লড়াই বাঁচার জন্য
অন্য একটা পেশাকে বাঁচাতে
দুই লড়াইয়ের মাঝে আছে মিল
এই মিলই আনে স্বাদ প্রতি পাতে।

সুবীর সেনগুপ্ত