//দূরে গিয়ে মনে আনা কেন!//
একটু একটু করে সরে গেছি দূরে
স্পষ্ট অতীতগুলো আবছা হয়েছে
স্মৃতিগুলো ভেঙে ভেঙে হয়েছে টুকড়ো
জুড়তে গেলেই হয় ভুল বারেবারে।
জমেছে অতীতগুলো প্রায় রোজ রোজ
অতীত ঘেঁটে কী কিছু মনমতো পাচ্ছি!
পাচ্ছি না, তাও কেন অতীতেই মন!
এ কী শুধু স্বান্তনা, যার করি খোঁজ!
শরীর কী জানে নাকি কী কী জানে মন!
শরীর জানে না, সে তো নিছকই যন্ত্র
মন সব জানে, এ তো ধারণাই বলে
কিন্তু কী দেয় সাথ হলে প্রয়োজন!
দূরে সরে গিয়ে সব ভুললেই হয়
ভুলতে তো চাই, বাধা দেয় মন
রহস্যাবৃত এই মন নিয়ে উদ্গ্রীব
সজ্ঞানে জ্ঞানহীন হয়ে সহি ক্ষয়।
সুবীর সেনগুপ্ত