//দিতে চাও, দিয়ে দাও ভালবাসা//
যাই দেবে তুমি তাই নিয়ে নেব
'নিতে তো হবেই', বলছি না
করতেও পারি প্রত্যাখ্যান
করলে, বড়াই করব না|
তুমি দাও নেব, ওরটা নেব না
এরকম স্থিতি বেশ যায় গড়ে
এই স্থিতিতে কে আছে যুক্ত!
প্রায় সব্বাই এতে যায় জুড়ে|
যে আমার প্রিয়, কাছের মানুষ
সেই পেয়ে যাবে খুব মান্যতা
এই মান্যতা বৈশিষ্ট্যমূলক
পক্ষপাতের থাকে প্রবণতা|
অরুণ দিচ্ছে প্রতিদিন আলো
প্রতিদিন নিই আমরা সবাই
প্রশ্নই নেই চাই বা না-চাই
তাই নিষ্ফল এই প্রশ্নই|
দিই, দিয়ে যাই আমরা সবাই
যাঁদেরকে দিই, সবাই ভিন্ন
এই ভিন্নতা নিজের ইচ্ছা
ইচ্ছা মুক্ত, হয়না অন্য|
দেওয়ার ভিতরে অনেক জিনিস
দেওয়ার সময়, অনেক অনেক
দেওয়া আনন্দে দেওয়া দুঃখে
দিয়েই হচ্ছে খুশীও অনেক|
কখনো কখনো দেওয়া অনন্য
সেই দেওয়া হলো ব্যতিক্রমী
ভালবাসা নানারকম রূপে
মনুষ্যমনে হয় খুব দামী|
খোলা মনে দেওয়া যে কোনো কিছুই
দামী তো হবেই, এতে ভুল নেই
দেওয়ার পরেই পাওয়ার আশা কী!
দেওয়া নিকৃষ্ট হবেই হবেই|
তোমার দেওয়াই মহার্ঘ সমান
তাই নিয়ে আমি পরমানন্দে
এত আনন্দ নিয়েই জীবন
এই খুশীতে জীবন ছন্দে|
সুবীর সেনগুপ্ত