দিন এর খুঁটিনাটি
সকাল হলে দুপুর হবে
তারপরেতে বিকেল হবে
বিকেল ঠেলে সন্ধ্যে আসবে
কিছু সময়ের সন্ধ্যেও যাবে|
সন্ধ্যের পরে আর আলো নেই
লম্বা সময় কাটবে রাতেই
ভাগ্যিস এই সময়েই ঘুম
তাই মনে হয় নিশীথ ছোটই|
বেলা'র পরে আসছে বেলা
সকাল দুপুর বিকেল বেলা
দিনের বেলা রাতের বেলা
বাদ যায় না সন্ধ্যে বেলা|
জুড়ে দিয়েই এই সব বেলা
সার্বিক এক দিনের খেলা
এই দিন নয় আলোর সময়
দিনের মাঝেই রাতের বেলা|
প্রতি বেলায় ঘন্টা মিনিট
ঘন্টা মিনিট কাজের মাঝে
আলোর মাঝে বাইরের কাজ
আঁধারে অবকাশ বিরাজে|
কে আনে দিন বারেবারে!
সূর্য সহায় এই কারবারে
আঁধার আলো তাঁরই তো দেন
আমরা সুখী এই সংসারে|
দিন এর সাথে সময় যুক্ত
স্থায়ী হিসেব, নয় অতিরিক্ত
তোমার আমার সবার সমান
সমতার উদাহরণ উপযুক্ত|
বেলা দিয়ে দিনের বিভাগ
কোন বেলা কার হয় পছন্দ!
এই ব্যাপারে দিন ঢোকে না
মানুষ খোঁজে কোথায় ছন্দ|
বেলার স্থিতিকাল স্থির নয়
তাই কী আছে অষ্ট প্রহর!
দিনের মাঝেই অষ্ট প্রহর
তিন ঘন্টার এক এক প্রহর|
দিনের হিসাব হয়েই আছে
বদলায় না কোনোমতেই
দিন ছিল, দিন থাকবে আগে
জীবন মৃত্যু সবই দিনেই|
সুবীর সেনগুপ্ত