//ধরাই দিলে না, ধরব কী করে!//
ধরাই দিলে না, ধরব কী করে!
বল প্রয়োগের প্রশ্ন ওঠে না
বল এর প্রয়োগ করে যদি ধরি
পাখী ফাঁকি দিয়ে উড়ে কী যাবে না!
শিকারীর চোখ খুঁজবে শিকার
বল প্রয়োগেরও আছে অধিকার
আমরা তো নই শিকার শিকারী
আমাদের খুলে দিতে হবে দ্বার।
অনেক কিছুই ধরা প্রয়োজন
কলম ধরেই লেখার যতন
ব্যাট না ধরে কী তাতে লাগে বল!
বল না ধরলে, ছুঁড়ব কখন!
অভিভাবকের হাত ধরে ধরে
শিশু হাঁটা শেখে, যায় না তো পড়ে
মাটি কামড়েই আমাদের হাঁটা
ধরি পুস্তক, পড়ি বারেবারে।
প্রেমিকার হাত প্রেমিকের হাতে
ধরতে না দিলে কী করে তা ঘটে!
বিপরীত ভাবে ভাবতেই পারি
পরস্পরের সম্মতি এতে।
শৈশবে ধরা দিতেই তো হয়
ধরা দেওয়া কোনো পচ্ছন্দে নয়
কিশোর কিশোরী যুবক যুবতী
নিজ নিজ ইচ্ছাতে ধরা দেয়।
বিধাতার দেওয়া দুই কানে কানে
ছুটে আসে কথা, ধরে খুঁজি মানে
কিছু কথা ধরে পাঠাই স্মৃতিতে
ধরে রাখা কথা আসেও স্মরণে।
'ধরা' দুই রূপে আছে পৃথিবীতে
এক রূপে চাই শুধুই ধরতে
অন্য যে রূপ, তাতে ধরা দেওয়া
স্বতন্ত্রতায় দুই রূপ ফোটে।
সুবীর সেনগুপ্ত