//ধৈর্যই চাই স্থৈর্যের সাথে//

একবারই বলো
তাতে যদি কাজ না হয় না হোক
বারংবার সেই একবারই বলো
একদিন সেই দিনটি আসবে
কাজ হবে একবারই বলাতেই।

এভাবেই আসে পরিবর্তন
ধৈর্যের শুধু দরকার হয়
ধৈর্যই পারে বদলাতে সব
ধৈর্য রাখলে আসে নির্ণয়।

ধৈর্য না দিতে পারে যদি ফল
সেই ফল থেকে যাবেই আড়ালে
সহিষ্ণুতায় জেদ ভেঙে যায়
তাল সুর নিয়ে মেলামেশা চলে।

অন্য মনের সাথী হতে হলে
ধৈর্যই চাই স্থৈর্যের সাথে
এতে পরিণাম প্রায় নিশ্চিত
তবেই তো থাকা যাবে দুধে ভাতে।

অবিচলতার বিকল্প নেই
অবসাদে পড়া কেন অকারণে!
অটলতা অনুরোধ করে
বিচরণ হবে স্বর্গ অরণ্যে।

সুবীর সেনগুপ্ত