//দেওয়ার জন্য চাই অভিরুচি//

দেওয়ার যখন ইচ্ছে হয়েছে
দাও দাও দাও, বারবার দাও
কেউ কি তোমাকে দিচ্ছেই বাধা!
সে যদি না নেয়, যাঁকে দিতে চাও।

যে নিতে চায় না, তাঁকে দেওয়া নয়
নেই তো অভাব নেওয়ার লোকের
তুমি দিতে চাও, খবর ছড়ালে
ভীড় সামলানো হবে কষ্টের।

দেওয়ার ইচ্ছা সবার হয় না
তেমন লোককে দেখাই যায় না
যদি নাই থাকে দেওয়া অভিরুচি
দেওয়া অভিপ্রায় হৃদয়ে আসে না।

দেওয়া হলো দান, বলাই যায় না
কেউ যদি বলে, মানাও যায় না
প্রকৃত দানেই কেউ হয় দাতা
অন্যথা হলে তা দান হয় না।

দানের সংজ্ঞা খুঁজতে খুঁজতে
দাতার সংজ্ঞা পেরেছি বুঝতে
যে খেতে পায় না, মরণের মুখে
তাঁকে কিছু দিলে, দান সংজ্ঞাতে

ভালোবাসা দিতে চাই সকলেই
কাউকে যে দেব, খুঁজেই না পাই
পিতা মাতা দেয় আদর শিশুকে
এসব দেওয়াতে দাতা কেউ নেই।

যাঁরা দয়াশীল আর স্নেহশীল
তাঁদের ভাবনা হয় না কুটিল
তাঁরা দিতে পারে খুব অনায়াসে
দেওয়ার সামনে গড়ে না পাচীল।

হিংসা ও লোভে যাঁরা ভুগছে না
তাঁরা দিয়ে যাবে হাত কাঁপবে না
তাঁরা দিয়ে দিয়ে খুশী সরোবরে
ডুব দিয়ে দিয়ে থামতে চায় না।

গরীবের কাছে দাতা ভগবান
দান পেয়ে বাঁচে তাদের যে প্রাণ
দু-বেলা যাঁদের খাওয়াই জোটে না
তাঁরা খেতে চায়, নয় মান সম্মান।

সুযোগের থেকে যাঁরা বঞ্চিত
অসহায় হয়ে তাঁরা পরিচিত
তাঁরা পাক দান সেটাই উচিত
আমরা তো এই জ্ঞানে অবহিত।

যদি না থাকতো গ্রহীতা ভূবনে
হতো নাকি দাতা কেউ এই জীবনে!
দাতা গ্রহীতার মাঝে এক সেতু
থাকুক সে সেতু স্থায়ী হয়ে মনে।

দেওয়ার সংজ্ঞা হাজার হাজার
ব্যাখ্যা অনেক ভরবে আধার
যাঁর যেটা খুশি ব্যাখ্যাকে নিয়ে
দেওয়া থেকে পাক আনন্দ অপার।

সুবীর সেনগুপ্ত