//দেনা পাওনার জীবন চাই না//
জীবন কি আছে বাঁধা দেনা পাওনাতে!
বাঁধনের গিঁট আছে কার কার হাতে!
জানতে পারলে করা যায় অনুরোধ
দেনা পাওনার গিঁটখানি খুলতে।
দেনার জীবনে পরাধীনতার গন্ধ
আর এই গন্ধ ঢেকে দেয় সব আনন্দ
সামঞ্জস্য থাকে না দেনা পাওনাতে
মনোমালিন্য গড়ার উৎসব ধারাতে।
তীব্র তপনে স্বপন অটুট থাকে না
দেনা পাওনায় জীবন পূর্ণ হয় না
কোন দৃষ্টিতে দেনা পাওনাও মঙ্গল
সেই দৃষ্টির উপরে হব না সম্বল।
যাঁদের ব্যবসা কেবলই দেনা পাওনা
এতেই তাদের থাকে সম্যক ধারণা
দিয়ে লাভ তাই এই দেওয়া অন্য
বলা যায় এটা দেনা পাওনার অরণ্য।
দেওয়ার ইচ্ছা দিয়েই সচল রাখব
পাব নিশ্চয়ই, এটা কি বলতে পারব!
দেনা পাওনার ভাবনাতে নয় ব্যস্ত
এমন ভাবনা করে দেয় বিপর্যস্ত।
সমাজে থাকলে কখনো তো দিতে হবে
আর এই দেওয়ায় থাকবে স্বার্থ ত্যাগ
চেয়ে নিলে ঋণ, তাতে জুড়বে না স্বার্থ
ফিরে আসবে না ভর্তী ভর্তী ব্যাগ।
দেওয়া নয় শুধু দানের সঙ্গে যুক্ত
দানহীন দেওয়া অহরহ দৃষ্টত
দাতারাই দেবে, দিয়ে ভুলে যাবে
এই ভ্রমে আছে প্রকৃত অর্থ।
ঋণ নিয়ে নিয়ে যে সুখী জীবন
সেই সুখ স্থায়ী হতেই পারে না
কম কম সুখ, তবে নেই ঋণ
সেখানে শান্তি হারিয়ে যাবে না।
শান্তি থাকলে মন উৎফুল্ল
খোলা মনে সুখ করবে বিরাজ
কোন সংজ্ঞাতে থাকে না সে সুখ
সুখ করে যাবে প্রতিদিন রাজ।
সুবীর সেনগুপ্ত