//দেখতে দেখতে সব চলে যাবে//
দেখতে দেখতে দিন চলে যায়
দিন চলে যাবে,দেখি বা না দেখি
কোনো দিন নয় আমাদের বশে
দিন এসে যাবে, দেবে না তো ফাঁকি।
দেখতে দেখতে কী চলে যায় না!
রাত চলে যায়, যায় সপ্তাহ
চলে যায় কত বছর ও যুগ
চলেই যাচ্ছে সব অহরহ।
"দেখতে দেখতে দিন চলে যায়"
কী অর্থে এই কথা বলা হয়!
চাইতে কি পারি, দিন থেকে যাক!
পারিনা, কারণ সম্ভবই নয়।
জীবন যখন ব্যস্ততা নিয়ে
বারবার ঘড়ি দেখাই হয় না
ব্যস্ততা শেষ যেই হয়ে গেল
অনেক সময় গিয়েছে, তাই না!
হিসেবে সময় কাজের ক্ষেত্রে
মন চায় কাজ সময়ে করতে
হিসেব যখন উলোট-পালোট
তখনই তো বলা,"দেখতে দেখতে"।
আনন্দ আসে, এসে চলে যায়
মনে হয় যায় দেখতে দেখতে
দুঃখ কিন্তু যায় ধীরে ধীরে
দেখতে দেখতে পারে না যে যেতে।
সততই দেখি চলেই যাচ্ছে
হুঁশ করে গাড়ী পথ ধরে ধরে
যাচ্ছে যাক না, কার তাতে কি!
বহু উদাহরণ দেওয়া যেতে পারে।
আসতে থাকছে প্রাণের পর প্রাণ
এই আগমন হবে নাকি শেষ!
আমাদের জ্ঞানে শুধুই ধারণা
প্রাণ করবে না স্থায়ী অভিনিবেশ।
কী চলে যায় না! আছে নাকি কিছু!
আমি তো জানি না, তুমি জানো নাকি!
কেউ জানে নাকি! আছে সন্দেহ
সন্দেহ ভেঙে ফেলতে পারো কি!
চলে যেতে হয়, এ তো নিশ্চিত
এতে নেই কোনো হার এবং জিৎ
মেনেও নিয়েছি আমরা সবাই
কেউ বলবে না এ তো অনুচিত।
সুবীর সেনগুপ্ত