//দামী মন চাই//
দামী দামী করে কেন যে মরছ!
দামীর মানে কী বুঝতে পেরেছ!
শুধু কী কিনতে গেলে হয় দামী!
গাছ থেকে নেওয়া তাও হয় দামী!
চিরুনী কিনবে, তাও চাও দামী
শুধু দামী নয়, হতে হবে নামী
যে নাম বিজ্ঞাপনের পাতায়
নাম অচেনা, নও অনুগামী|
তুমি ধনী, খুব ভালো করে জানি
কয়েক বছর থেকেই তো চিনি
বন্ধুত্ব নেই, দুজনেরই জানা
ধরছি সময়ে একই সরণী|
দেখা হলে, কথা হয় মাঝে মাঝে
থাকি কাছাকাছি একই সমাজে
উভয়ে জেনেছি উভয়ের কিছু
মিল কম, তারতম্য বিরাজে|
তুমি কেনো রূপ রাখা স্তরে স্তরে
কিছুই কেনো না দর-দাম করে
লিখছি না এই কথা অজ্ঞানে
প্রশ্ন চাইনা লেখার কারণে!
আমি কিনি সব দরদাম করে
অনেক ক্ষেত্রে ঘরেও আনিনা
তুমি আর আমি ভাবি দুই পথে
কেউ কারো ভুল কখনো ধরিনা|
দামী হলে ভালো হওয়ারই সুযোগ
দামী না হলেও কাজ চলে যায়
দামী নয়, তাও বহু লোক কেনে
তাই তো সস্তা তৈরিও হয়|
প্রতিটি মানুষ সংসারে দামী
হলেও বা কেউ খুব সাধারণ
নামী দামী নিয়ে তর্ক হয়না
হোক খুব দামী সকলের মন|
সুবীর সেনগুপ্ত