//চুরি করা শাসকের অধিকার//
চুরি করি, তবু বলতে পারো না চোর
দল বেঁধে চুরি, কাকে দেবে দোষ!
দোষী খুঁজে খুঁজে রাত হয়ে যাবে ভোর।
তোমরাই দিয়ে রেখেছ শাসন ভার
সেই কারণেই আমরা করছি শাসন
অযথাই কেন করে যাও চীৎকার!
যা কিছু করছি, সব কিছু মেনে নাও
শাসন যা হবে, সবই শাসকের
পাঁচটি বছর ঘুমিয়ে কাটিয়ে দাও।
তোমরা বেকার বলেই তো দিয়ে দিচ্ছি
পাঁচ শত টাকা প্রতি মাসে মাসে
কেন কমছে না চাহিদা, অবাক হচ্ছি।
তোমরা জানো না, শাসন কঠিন কাজ
শাসনের ভার নিয়েছ কখনো!
করতে দাওনা পাঁচটি বছরের রাজ।
শুনে রাখো, শুধু চীৎকারে কিছু হয় না
ভোট দিয়েছিলে, তখন ভাবোনি!
দিয়েছিলে, তাই সরব হওয়াও সাজে না।
খুব যে বলছ, আমরা করছি চুরি
কী প্রমাণ আছে, দেখাতে পারবে!
নাকি অকারণে করছই বাহাদুরি!
তোমাদের স্থান জনতারই দলে
জনতা বোঝে না কী যে রাজনীতি!
জনতা থাকবে শুধুই ভোটের কবলে।
আমরা বলব, তোমরা মানতে থাকবে
আমাদের কথা শোনা মঙ্গল
সেটা করলেই, নিজেদের ভালো হবে।
এক কাজ করো, শুরু করো রাজনীতি
শুরুতে অল্প অল্পই লাভ
আখেরে জানবে চুরি করা এক রীতি।
চুরি বিদ্যাই সবচেয়ে ভালো শিক্ষা
এটা জানলে না, কী তবে জানলে!
এটা জেনে নাও, নইলে করবে ভিক্ষা।
সুবীর সেনগুপ্ত