//ছোট-খাটো ব্যথা হোকনা তুচ্ছ//
খুব মাথা ব্যথা, খেলাম একটা বড়ি
ব্যথা গেল নাকি! সে দিকেই মন থাকল
ব্যথা যাচ্ছে না, নিলাম আবার বড়ি
মন চলে গেল দেখতে এবার ঘড়ি|
ব্যথা যাচ্ছে না, এবার কী যে করি
মনে পড়ে গেল জামার বোতাম ছিঁড়েছে
বোতাম লাগাতে সুঁচ সুতো নিয়ে পড়ি
বোতাম লাগিয়ে তৃপ্তিতে মন ভরি|
কিন্তু ব্যথা তো মাথারই অঙ্গনে
আরও এক কাজ দ্রুত ছুটে এলো মনে
সেই কাজ ধরে নিলাম উচিত কারণে
কাজ শেষ করে, খুশী খুশী ভাব মনে|
দুটো কাজ হলো, লাগলো তাতে সময়
কাজে সফলতা ভরলো এই হৃদয়
ব্যথা কই! খুঁজতে থাকি ব্যথা
ব্যথা নেই, বিনষ্ট বোধহয়|
যে কাজ করতে পারেনি ব্যথার বড়ি
সেই কাজ সফল কাজ দিয়েই হলো
কিন্তু কী ভাবে এটা হলো সম্ভব!
মনোযোগ ব্যথা থেকে কাজে দিতে হলো|
মাথা ব্যথা হবে, এতে নেই সন্দেহ
তবে থাকবে কী মাথা-ব্যথাতেই মোহ!
মোহ কারো নেই, তবে অকারণে ভাবনা
এই ভাবনাতে ব্যথা হয় অসহনীয়|
ছোট-খাটো ব্যথা প্রতিদিন থাকবে
ব্যথা সহে সহে, সেই ব্যথা হারাবে
মন ও শরীর যদি থাকে একই পথে
ছোট-খাটো ব্যথা আর না কাউকে জ্বালাবে|
সুবীর সেনগুপ্ত