//চলতেই হবে নিয়মের সাথে//
বলতে দেয়নি, তুমি কি নীরব থেকেছ
তাই যদি হতো, গড়ত না এই কবিতা
ইচ্ছে মতন চিৎকার করে করে
বলে গেছে যত উল্টোপাল্টা কথা।
বুঝতে চাওনি বারণ করার কারণ
কিছু সময়ের জন্য ছিল বারণ
বলার সুযোগ পেয়ে যেত তুমি পরে
বুঝতে পারোনি সে কথা তুমি তখন।
জোর করে তুমি আজেবাজে কথা বললে
এ কী প্রতিবাদ! ভুল হবে ভেবে নিলে
বিষয়ে বললে, প্রতিবাদ হতো ন্যায্য
নিজেই নিজেকে প্রশ্নের মুখে তুললে।
কোথায় তোমাকে বলতে বারণ করেছে!
সে তো ছিল এক সভা কোন সভা ঘরে
তুমি সদস্য বলেই সেখানে গিয়েছ
আরো সদস্যে সভা গিয়েছিল ভরে।
সদস্য যখন নিয়মকানুন জানতে
সভা চালানোয় তু্মি কি ছিলে দায়িত্বে!
তা যখন নয়, মানতে তো হবে নিয়ম
এই প্রয়োজন হবেই ধরে রাখতে।
হঠাৎ দাঁড়িয়ে কিছু বলা যায় নাকি!
বোধহয় ভেবেছ মুক্ত আকাশে পাখি
যা কিছু ভাবার অধিকার আছে সব্বার
কিন্তু ভাবনা নয় শেষ কথা জানো কি!
নিয়ম মেনেই গড়েছে এই ভূবন
নিয়ম জড়িয়ে দিন রাত্রির আগমন
জানা নেই কার গড়া অলিখিত বিধি
আমাদের গড়া বিধির করি স্মরণ।
যে যখন খুশি বলতেই পারে বাড়ীতে
কিংবা বাজারে দরাদরি চলে খুশিতে
বহু জায়গায় নিয়ম নয় কঠোর
থামাবে না কেউ যখন তখন বলতে।
তুমি শিক্ষিত, খুব পরিচিত সমাজে
তুমি যা বলবে, কেন হবে আজেবাজে!
কথা মার্জিত, হতে তো হবেই রুচিশীল
এই ছোট আশা করা কি যায় না সব কাজে!
সুবীর সেনগুপ্ত