//চলে যাওয়া অবশ্যম্ভাবী//

যা গেছে, সেটাই দূরে চলে গেছে
যা গেল সেটাও দূরে চলে গেল
যা যাবে তা আছে যাওয়ার প্রস্তুতিতেই
কাল আজ কাল কেন রাখি ভাবনাতেই!

কি তবে রাখবো ভাবনাতে বলো!
ঘটনাই জ্বালে ভাবনাতে আলো
ঘটে যাওয়া সব ঘটনা ছাড়বে স্থান
নতুন ঘটনা পূরণ করবে সেই স্থান।

মানুষ এসেছে ছেড়ে চলে যাবে
যাঁরা এসেছিল, তাঁরা নেই ভাবে
ঠিক সেরকম সময়ের আসা যাওয়া
জানা গানগুলো ফের একবার গাওয়া।

বহু কিছু চলে যায় স্থির থেকে
ক্ষয়ে ক্ষয়ে যায় কোথাও হারিয়ে
প্রাণ চলে যাওয়া মর্মঘাতী ব্যাপার
ঋতুর গমনে আলোচনা কেন দরকার!

সময় পেয়েছে বিভিন্ন নাম
এই সব নামে সবাই সরব
অবধারণীয়, তাও বছর নাগালে
পালন হয় উৎসব চলে গেলে।

যা চলে যায়, কারণেই যায়
অকারণে যাওয়া কক্ষনো নয়
জোর করে নয় কারণ তৈরী করা
তাই যদি হয়, নতুন ভাবনা ধরা।

ভাবব না আর চলে যাওয়া নিয়ে
যা হবেই সেটা ধরব জড়িয়ে
হোক-না ভাবনা শুধু উপভোগ করার
মেনে নেব সব ভাবনাই উপহার।

সুবীর সেনগুপ্ত