//চলে যাবে! চলে যাক।//
যা গেছে, তা চলে গেছে
যা গেল, তা চলে গেল
যা যাবে, তা চলে যাবে
কিন্তু থাকতে হবে আমাকে বেঁচেই
কাটাতে আরো সময় এই ভূবনেই।
আটকাতে পারলে তো
আটকে রাখাই যেত
কিন্তু তা হয়নি তো
যা হয়নি, তার কেন ভাবনায় স্থান!
এই ভাবনাতে ডুবে কেন করা স্নান!
ললাটে কি আছে লেখা!
লেখা পড়ে কিছু শেখা
খুঁজেই পাইনা রেখা
জীবন আমার কাছে অপরিচিত
যা হচ্ছে মানলেই, শান্তিতে রত।
উদ্ভিদ ফুল পাতা
কলম ও বই খাতা
নেতা আর অভিনেতা
আরো আরো কত কিছু পাই দৃষ্টিতে
কিছুই তো থাকবে না ভুবনের পাতে।
এ তো ঠিক, চলে যাবে
কোথায় যে চলে যাবে!
সে স্থান কি জানা যাবে!
সে স্থান তো এই স্থান, যেখানে উৎপত্তি
শুধু হয়ে যাবে রূপান্তরিত আকৃতি।
যা পেয়ে গেছে ভূবন
আগলে রাখার পণ
করে যায় তার যতন
সব কিছু থেকে যাবে ভূবনের সীমানায়
আমাদের হা-হুতাশ অর্থহীনের দায়।
চলে যাবে চলে যাক
মন থেকে মুছে যাক
রাখলে মনে বিপাক
বিকল্প খুঁজে নেওয়া খুব প্রয়োজন
মনোযোগ দিয়ে করা তার আয়োজন।
সুবীর সেনগুপ্ত