//ছোট গণ্ডীতে নব জাগরণ//
নব জাগরণ, নব জোয়ারের দিন
প্রতি যুগে এই একই কথা শোনা যায়
কোনো যুগে নব জাগরণ এসেছিল
তার প্রভাব কী আজকেও পাওয়া যায়!
জাগরণ নিশ্চয়ই এসেছিল দেশে
এক দেশ নয়, অনেক অনেক দেশে
তার অনুভাব ধীরে ধীরে কমে গেছে
আবার উঠছে জিগির আর এক বেশে।
যাঁরা সাধারণ হয়ে জন্মেছে ধরাতে
তাঁদের সুযোগ চিরদিন কম কম
তাঁরা চায় হোক সবকিছুতেই সমতা
চাইতে চাইতে হারিয়েও ফেলে দম।
সমতা কী আনা সম্ভব কোনো ধারাতে!
যুক্তি অনেক, হবে বহু আলোচনা
সাদা কাগজেই লেখা হবে ফলাফল
পরে সব্বার কথাতে ফুটবে বাহানা।
যে কোনো দেশেই রাজনীতি হলো মুখ্য
রাজনীতিবিদ, সেও তো মানুষ, নয় কি!
মানুষ, তাই তো স্বার্থের থেকে দূরে নয়
কথা আর কাজে সমমূল্যতা দেবে কী!
সমতা কেবলই নিকষিত এক শব্দ
তাই হয়ে যায় ব্যবহার প্রতি নিয়ত
থাকতই যদি মানুষের মনে সমতা
সমতার আশা তবে হতো যথাযথ।
নতুন জোয়ার, নব জাগরণও শব্দই
ক্ষণিকের তরে হয়ত বা এসে যায়
এর থেকে বেশী আশা করলেই মূর্খ
নব জাগরণে নেই বিশ্বাস আঙিনায়।
নিজের মনকে জাগ্রত করে তুললে
ছোট গণ্ডীতে সমতার দেখা মেলে
প্রত্যেকে যদি এই পথ ধরে চলি
নব জাগরণে জড়াবোই হেলে দুলে।
সুবীর সেনগুপ্ত