//ছলনা করতে করি অভিনয়//

অভিনয়ে নেই বিনয়ের স্থান
অভিনয়ে অভিব্যক্তির মান
অভিব্যক্তি ফুটিয়ে তুলতে
চরিত্রে এক বাস্তব তান।

পেশাগত কাজে যে অভিব্যক্তি
সাধারণ স্বাভাবিক অনুভূতি
ফুটিয়ে তোলার প্রশ্নই নেই
আপনা আপনি ফুটে ওঠে দ্যুতি।

শ্রমিক চাষী বা মজুর করে না
কোন অভিনয় যা নয় ভাবনা
রাস্তায় পথচারীদের দল
অভিনয় করে হাঁটতে পারে না।

নকল একটা কল অভিনয়
যা হতে পারে না কারো পরিচয়
এই অভিনয় ভিন্ন ধারাতে
স্বপনের মতো শূন্যতা পায়।

ছলনা যখন মনে ভর করে
অভিনয় হয় তারই হাত ধরে
দুয়ের মিলন নিখুঁত হলেই
ছলনাও যায় সততার ঘরে।

অভিনয় করে করা বিনোদন
সমাজ মেনেছে এই আচরণ
অভিনয় করা হয়ে গেছে পেশা
প্রতিযোগিতায় শুধু অনুকরণ।

অভিনয় অভিনয় অভিনয়
কোথায় কখন কেন অভিনয়!
সবাই কি করে যাই অভিনয়!
হয়ত বা তাই কিংবা তা নয়।

প্রতিস্থাপিত এই এক পেশা
দেশ ও বিদেশে সংঘবদ্ধ
আছে মানুষের খুব আকর্ষণ
করি অভিনয় যার যা সাধ্য।

নাটকের অভিনয় হয় মঞ্চে
হয় যাত্রাতে বা সিনেমায়
সমাজেও অভিনয় হতে থাকে
অস্বাভাবিক, তাও হয়ে যায়।

সিনেমা নাটক আর যাত্রার
দরকার হয় পরিচালনার
প্রত্যহ যে অভিনয় করে যাই
পরিচালনার ভার তো আমার।

শিখতে হয় না কোন সংলাপ
সংলাপ হবে যেটাই বলব
অভিনয় করে হয়ে যাক লাভ
এই ধারণায় চলতে থাকব।

মিথ্যে সাজাতে করি অভিনয়
টনটনে জ্ঞানে এ তো অন্যায়
তাও করে যাই স্বার্থ বাঁচাতে
ধরা পড়ে গেলে অনুশোচনায়।

সুবীর সেনগুপ্ত