//ছক কী জীবনে খুব প্রয়োজন!//
শুধু কিছু আঁকা, আছে কাছে রাখা
তাই ভেবে ভেবে, মনে টানি রেখা
রেখা ধরে ধরে, ভাবনাকে ডাকা
ভাবনা দেখায়, পথ আঁকাবাঁকা।
পথে নেমে পড়ি, চলি আর চলি
এদিক ওদিক দেখে জ্ঞান তুলি
কোনোটা ভাবায়, কোনটা মামুলি
আবার কোনোটা, সহজেই ভুলি।
কোন এক পথে চলা শেষ হয়
পথ শেষ, মানে ফেরার সময়
ফিরে আসি আমি সেই আস্তানায়
অতীতের আঁকা আবার ভাবায়।
এবার অন্য পথে একা একা
পথটাও একা, নেই কোন শাখা
আজকের পথ, হয়নি তো পাকা
ধুলো মাটি দিয়ে, হয়ে আছে ঢাকা।
কিছু লেখাও তো আছে কাছে রাখা
কাছে থাকলেও, কদাচিৎ দেখা
খুললেই পাই, জ্ঞান চোখা চোখা
বারবার পড়ে, নব নব শেখা।
মন বলে বলে, পথ প্রয়োজন
এই প্রয়োজন, জুড়েই জীবন
কারণ পথ যে আয়ের সাধন
ভাবনা কেবল মনেরই ধন।
জ্ঞান নিতে নিতে একঘেঁয়েমিতে
লেখা চলে যায়, নিজের জগতে
মন চলে যায়, পুরনো ধারাতে
গঠিত যে ছক, হয় তা মানতে।
কিছু আঁকা, কিছু লেখা, আছে থাক
এগুলো এখন করে না অবাক
আসলে আসুক, যে কোন বিপাক
যা গড়েছে ছক, ভেঙে-চুড়ে যাক।
সুবীর সেনগুপ্ত