//ছক গড়ছে, গড়তে থাকবে//
ধরা বাঁধা এক ছকের মধ্যে
গড়েছে জীবন সাধ্য মতন
কখনো নোনতা, কখনো তা নয়
কদাচিৎ পাই মিষ্টি জীবন।
দৃশ্যত ছিল না এই জীবন
কোনো এক রূপে, একটি আকারে
জীবন ছিল না, প্রাণ তো ছিলই
অবগুণ্ঠনে ঢাকা চিরতরে।
ডাকে সাড়া দিয়ে এসেছে জীবন
ডাক তো সত্য, ডাক দিই কাকে
জানিনা, তবুও ডাকে সাড়া পাই
এক নব প্রাণ পৃথিবীর বুকে।
কত কত প্রাণ আসবে ভূবনে!
এর হিসেব পাল্টাবে ক্ষণে ক্ষণে
তাও করা হয় একটা হিসেব
হিসেবের কী যে থেকে যায় মনে!
ধরা বাঁধা ছক আমরাই গড়ি
ছক গড়ে দিই তাতে গড়াগড়ি
এভাবে থাকতে ভালবাসি নাকি!
নাকি ছক গড়ে গর্বেতে মরি!
পরিকল্পনা মানেই তো ছক
ছক মেনে মেনে গড়ছে সড়ক
আমাদের উন্নতি সড়কেই
কেন মেনে নেব ছকই চমক!
ছক দিয়ে গড়ে শত শত ছবি
আমরা সে ছবি কতজন দেখি
দেখলেই বাঁধা ছক সরে যায়
আর এক নতুন ছক গড়ে থাকি।
খুব ছোট ছক, খুব বড় ছক
এক দুই তিন...শতক শতক
নিখুঁত ছকেই গড়েছে শরীর
ছকে না গড়লে মিষ্টিও টক।
সুবীর সেনগুপ্ত