//ছিল রহস্য, আজও রহস্য//
মৃত্যু না হলে জন্ম হবে না
এই উক্তি কী গ্রহণযোগ্য!
জন্ম না হলে হবে না মৃত্যু
এর মান্যতা হবেই যোগ্য।
জন্ম-মৃত্যু শুরু থেকে শেষ
দুটোই সত্য দুটোই বিশেষ
সবাই মানবে, আগেই জন্ম
মৃত্যুকে পরে করবে নিবেশ।
জন্ম কি শুরু! ভাবলেই ধাঁধা
জন্মের আগে কী ছিল কে জানে!
নানান ভাবনা, নানান তথ্য
দর্শন থেকে আসেই সামনে।
একটা জীবন নিয়ে যদি ভাবি
তখনই তো ফোটে জন্মের ছবি
'জন্মই শুরু', কেন হবে ধাঁধা!
যদি ধাঁধা বলো, মন দেবে বাধা।
যদি নাই থাকে একটা জীবন
হতেই পারে না মৃত্যু তখন
জীবন গড়লে, মৃত্যু ভাবনা
কখনো হবেই মৃত্যু বোধন।
জন্মের সাথে জীবনের যোগ
মৃত্যুতে সেই জীবন বিয়োগ
বাস্তব এই কথাই তো বলে
করবে কি কেউ এতে অভিযোগ!
জন্মই করে শরীর গঠন
শরীর নিয়েই একটি জীবন
মৃত্যু হলেও থাকে তো শরীর
থাকলেও তার নেই প্রয়োজন।
প্রয়োজনহীন শরীর চাই না
সঠিক বিনাশ করতে ছাড়ি না
জন্ম এবং শরীর কি এক!
মৃত্যু কিন্তু শরীর চায় না।
জন্ম মৃত্যু কথা বললেই
পরমুহূর্তে প্রাণ আসবেই
প্রাণ এর সঠিক ব্যাখ্যা পাই না
বেঁচে থাকি শুধু ধারনা নিয়েই।
বিষয় এমন ভাবনা থামে না
অনেক ভেবেও কিছু তো পাই না
কিন্তু জন্ম হয়েই তো যায়
কী ভাবে কী হয় বিধাতার জানা।
সুবীর সেনগুপ্ত