//চেতনায় থাক শুধু আজকের এই দিন//
দুই ভাগে ভাগ করে
শুধুই এক শপথ
মিলেমিশে গিয়েছিল
দুজনের দুটি পথ...
দুই তনে জেগেছিল
অভিভূত আনন্দ
আজও আছে তার রেশ
মুছে গেছে সংকট।
জীবন চায়না হতে
দুই দিন দুই মাস
দুই চেতনায় শুধু
আজকের এই দিন...
সংখ্যাতে জুড়ে জুড়ে
দিন হয় না তো ধন
নজর তেমনই আছে
এদিন নয় মলিন।
চলার প্রয়াস আজ
সহজ ও স্বাভাবিক
সম ভাবনায় জুড়ে
অভিমতি এক দিক...
বিতর্ক হারিয়েছে
হাসি এসে গেছে কাছে
অফুরান খুশি নিয়ে
দুই মন আজ অভীক।
শপথ কি দরকার!
তাও সেটা একবার
আর দুই ভাগে ভাগ
করলে কি সুবিচার!
না না এ তো বিধি নয়
সব নিজ ভাবনায়
দুজনের আলাপেই
দূর হবে অবিচার।
ভালবাসা ভালো চায়
কোনো কথাকাটি নয়
সাধারণ এই কথা
বোঝার আছে উপায়...
কিছু ছেড়ে দিতে হবে
অপছন্দ নিতে হবে
এ ভাবেই ভরে যাবে
শান্তি এই ধরায়।
সুবীর সেনগুপ্ত