//চেষ্টার নেই কোনো বিকল্প//
হাজার চেষ্টা হয়েছে ব্যর্থ
হাজার এক এর আজ প্রস্তুতি
কিন্তু কিন্তু কোথায় প্রেরণা!
পরাক্রমের কই অনুভূতি!
এবার হবে না শুধুই চেষ্টা
এটাই আমার অতরল পণ
অনেক ব্যর্থ চেষ্টার থেকে
খুঁজেও পেয়েছি প্রতিটি কারণ।
চেষ্টা শুনলে, সামনেই কাজ
কাজ না থাকলে, চেষ্টাও নেই
কোন কাজে কার হবে যে চেষ্টা!
এই সিদ্ধান্ত তাঁর নিজের মনেই।
জানা হয়ে গেছে অধ্যাবসায়
এই শব্দ কী বিশ্বাস করি!
ভীষণ জরুরী এই বিশ্বাস
অধ্যাবসায়ে পাওয়া যায় হরি।
একবার করে ফল অর্জন
অনেক কাজেই খুব হয়ে যায়
আগের কাজের দক্ষতা থেকে
এই সফলতা সম্ভব হয়।
চেষ্টা কিংবা বলি প্রচেষ্টা
আছে আরও এক শব্দ প্রয়াস
শব্দ নিয়ে তো নয় আলোচনা
উদ্যমে কাজ হয় অনায়াস।
চেষ্টা হারায়, কাজ না করলে
শিকেয় তুলে দেবো নাকি কাজ!
কক্ষনো এটা হতেই পারে না
কাজ হলো এই ভুবনের সাজ।
চেষ্টার আছে কোন বিকল্প!
চুপ চুপ চুপ, জানলে বোলো না
জানা গেলে ফল হবে সঙ্গীন
মানুষ কাজের গা ঘেঁসবে না।
সকলেই করে যাচ্ছে চেষ্টা
কেউ বলবে না, কোরোনা কোরোনা
চেষ্টার দ্বারা জীবন চালিত
না ভালবাসলে বাঁচাই যাবে না।
সুবীর সেনগুপ্ত