//চেষ্টা থামালে নিজেরই তো ক্ষতি//

অতীতে চেষ্টা আজকে চেষ্টা
বহুদিন ধরে করছি চেষ্টা
অনেক চেষ্টা করে নেই ফল
তাই মিটছে না আমার তেষ্টা।

কতদিন আর করব চেষ্টা
চেষ্টা ছাড়ব, মন চাইছে না
চেষ্টা থামাতে আমি পারছি না
কোনো ভাবে এসে যাচ্ছে প্রেরণা।

প্রতি মানুষের আছে ধী শক্তি
সেই শক্তির উপর‌ই ভক্তি
তার উপর ভর করে নির্ণয়
গড়েও উঠছে কাজে আসক্তি।

আমার জীবন আমার নিজের
এই কথা হলো বহু তর্কের
জীবন চালাতে প্রয়াস তো চাই
এ কাজ আমার নয় অন্যের।

আমি কি গড়েছি আমার জীবন!
গড়িনি, সে কথা বলা অকারণ
অন্য প্রয়াস কেন যে পাব না!
এই ভাবনা কী অপ্রয়োজন!

আমার জন্য হতো তো চেষ্টা
পিতা ও মাতার ছিল প্রচেষ্টা
সে তো ছিল শৈশব কৈশোর
তখন তাঁরাই ছিল উপদেষ্টা।

যেই না দিয়েছি পা যৌবনে
জীবন বসেছে নিজের আসনে
যা যা দরকার আজকে আমার
আমার প্রয়াস আমারই যতনে।

সকলেই করে যাচ্ছি চেষ্টা
সব এক নয়, সকলেই জানে
হয় তো কখনো সহায়তা চাই
কখনো তা পাই, কখনো স্বপনে।

অসফল হয়ে চেষ্টা ছাড়লে
কি করে আসবে সফলতা পালে!
চেষ্টা কখনো হবে না অতীত
সার্থকতা যে চেষ্টার‌ই ফলে।

সুবীর সেনগুপ্ত