//চাওয়াতে মিলন চাই//
চলে যেতে পারে থাকতেও পারে
চলে গিয়ে ফিরে আসতেও পারে
কাছে থেকে খুব চাপ দিতে পারে
কিংবা ঝগড়া করতেও পারে
সবই অনুমান, শুধুই করা অপেক্ষা
তাঁর স্বাধীনতা কী ভাবে করি উপেক্ষা!
এই তো জীবন যাতে এক সাথী চাই
সাথী পেয়ে গেলে, সাথে আরও কিছু চাই
আমি যা ভাবছি, তাঁর ভাবনাও তাই
চাওয়াতে মিলন কোনো ভাবে ঘটলেই
তবেই জীবনে এসে যায় প্রকৃত শান্তি
তা না হলে এই জীবন পাবে অশান্তি।
সুবীর সেনগুপ্ত