//চাওয়া ফুরফুরে হাওয়া//
কিছুই চাই না, তবুও তো কিছু চাই
চাই না চাই না বলে কেন আমি
ছাইপাশ লিখে যাই!
চাওয়ার মধ্যে আছে রকমফের
যা যা চাই সব এক নয়
বিভিন্নতার জয়।
অর্থ চাইছি, থাকবে গভীর কারণ
ধরা যেতে পারে সেটা হবে ঋণ
কিংবা দানের রতন।
মন চেয়ে থাকি, পাওয়া হয় মুশকিল
কাছে পাওয়া যায় শুধুই শরীর
সে তো আলেয়ার ঝিল।
না চেয়েও পাই, প্রত্যেকদিন আলো
আর পেয়ে যাই হাওয়া নিরন্তর
বাঁচার জন্য ভালো।
চাই না চাইতে, তাও চাওয়া হয়ে যায়
হয়ে যায় এটা অজানিত ভাবে
চাওয়া বলা অন্যায়।
যতদিন থাকি শিশু বা কিশোর জীবনে
ততদিন চাওয়া ভীষণ ন্যায্য
সরলতা নিয়ে মননে।
চাওয়া থাকবেই, যতদিন বেঁচে থাকা
কে কী রকম চাইবে জানি না
হতে পারে চাওয়া বাঁকা।
পার্থিব চাওয়া, প্রায় সব একরকম
ভাবগত চাওয়া, হবেই ভিন্ন
এবং তা হবে কম।
নিজ চেতনাকে সজাগ করেই চাওয়া
কাউকে না করে কোনো বিরক্তি
চাওয়া ফুরফুরে হাওয়া।
সুবীর সেনগুপ্ত