//চাই বা না চাই আশা আসবেই অবাধে//
আশা গুলো দূরে চলে গিয়েছিল
এক এক করে ফিরে এসেছিল
সেই আশা গুলো ভুলে গিয়েছিল মন
আবার জাগিয়ে তুলেছে নব স্বপন।
এক এক করে এসে যায় আশা
বেঁধে নিতে চায় মনে এক বাসা
বাধা পেতে পেতে হয়ে যায় অসফল
একটা বা দুটো হয়েও যায় সফল।
এই মনে স্থান পায় না যখন
আশাগুলো খোঁজে আর এক মন
মন তো আছেই বহু সংখ্যায় ভূবনে
আশা করে নেয় এক স্থান কোনো মনে।
কী ভাবে আশার হয় উৎপত্তি!
অজানা উৎসে আছে আসক্তি
উৎস আড়ালে, কিন্তু আশা তো পাই
কোনো আশা নিয়ে মন আলো নিশ্চয়ই।
যদি না থাকত আশা কোন মনে
মন ছুটত কি কিছুর পিছনে!
আশা থাকবে না, এমন হতেই পারে না
আশা সকলের জীবনের এক প্রেরণা।
যেখানেই আশা, সেখানে নিরাশা
এ কথা ভেবে কি চাইব না আশা!
চাই বা না চাই, অবাধে আসবে আশা
আশা প্রবাহিত, যেন গঙ্গা যমুনা বিপাশা।
আশা হয়ে যায় এক সহায়ক
কখনো দ্বিষৎ হয়ে কাটে ছক
তার মানে আশা মিত্র কিংবা অরি
কিন্তু আশাকে ত্যাগ করা হবে ভারী।
সুবীর সেনগুপ্ত