//চাহিদা//

চাহিদার শুরু আছে, শেষ নেই
একই কথা বলা যায় প্রাপ্তির
চাওয়া আর পাওয়া নিয়ে চলে দিন
দিন শেষে হিসেবের ছোটে তীর।

আমাদের কামনায় সুখের আধার
যতই ভরি না কেন থেকে যায় খালি
চাহিদার বৃদ্ধিতে নিবিষ্ট জীবন
ফোটাতে চাইছে ফুল জীবনের মালি।

প্রয়োজন কম বেশী সমান সমান
সেই প্রাণ যেই হোক পুরুষ বা নারী
হয়ত বা কিছু কিছু প্রয়োজন ভিন্ন
সেই প্রয়োজন নিয়ে নয় বাড়াবাড়ি।

ছিল না চাহিদা কারো শরীরের
না ছিল প্রাণের কোন চাহিদা
পেয়ে গেছি তুমি আমি সকলেই
প্রাপ্তির এই পথে ছিল না তো বাধা।

চাহিদার তালিকাতে প্রথমেই খাদ্য
তারপরে একে একে বস্ত্র বাসস্থান
এগুলোর হয়ে গেলে সংস্থিতি
নব নব চাহিদার হয় সম্মান।

চাহিদাতে প্রার্থিব বস্তু সমূহ
বিশেষ দৃষ্টি বা শোনা চাহিদাতে
কোন অঙ্কুর চাহিদার কোন মনে
লুকায়ে থাকেই সেটা মনের কোণেতে।

জীবনের সূচনাতে চাহিদার শুরু
থামানো যায় না চাহিদার পথ চলা
শৈশব কৈশোর যৌবনে থাকে
প্রবীণ হওয়ার পরে হয় ঢিলা ঢালা।

প্রতিটি চাহিদা থাকে মনের নাগালে
মন থাকে শরীরের সাথে মিলেমিশে
শরীর ধ্বংস হলে মন পলাতক
চাহিদার অন্ত হয়ে যায় অবশেষে।

সুবীর সেনগুপ্ত