//ব্যক্ত বনাম অব্যক্ত//
ব্যক্ত করলে, থাকবে না অব্যক্ত
এই কথা কেন বলছি যে আমি!
এমন লেখা কী শক্ত!
কথা যদি থাকে মনের মধ্যে
ব্যক্ত করার সাধ্যেই থাকে
নাই বা থাকল খাদ্যে।
কথা পুষে রেখে লাভ হয় নাকি!
যদি লাভ হয়, কোন প্রকরণে!
ভাবনাতে তাই রাখি।
কথা শুধু কথা হতেই পারেনা
তাৎপর্য তো থাকবেই কোনো
কথা তো নইলে কথা না।
ব্যক্ত করেও হয় না তো শেষ
জমতেই থাকে কথার পাহাড়
বেশী বললেই বিদ্বেষ।
কথা বেছে বেছে ব্যক্ত করলে
মনের ভিতরে কিছু থাকবেই
কিছু চলে যাবে আড়ালে।
ব্যক্ত করলে, মন হবে খালি
একদম খালি যদিও হয়না
ব্যক্ত কথাতে তালি।
ব্যক্ত কথার খুব প্রয়োজন
নীরবতা নিয়ে জীবন চলে না
কথা কী হবেনা ধন!
অনেক কথাই ব্যক্ত হয়না
কোথাও হারিয়ে যায়, জানা নেই
কারণ খুঁজলে পাই না।
ব্যক্ত কথাকে করে বিভক্ত
কেন দ্বন্দ্বকে টেনে ধরে আনা
হতে চাই নাকি রিক্ত।
কথিত কথার হয় আলোচনা
কম বেশী সে তো হয়ে থাকবেই
আলোচনা থেকে জানা।
ব্যক্ত করাই হবে কী উচিৎ!
নাকি অব্যক্ত করলেই ভালো
বলা কথা জীবনেরই ভিত।
সুবীর সেনগুপ্ত