//বুঝতে চেয়েও বুঝতে পারিনা//

বুঝতে চাইলে, বুঝতে পারবো
উল্লেখ নেই কী বুঝতে চাই
সেটা না জানলে উক্তি তো ভুল
কারন আমি যে ভগবান নই।

সব কাজ নয় একই রকম
বিষয়ে অনেক, যা সংখ্যাহীন
বিষয় শুনিনি বুঝবো তো পরে
তাই তো উক্তি বাজাবে না বিন।

এত এত কিছু বুঝতে পারার
গ্রামে বসবাস চাষ করে খাই
চাষ করা বুঝি এ কথা সত্য
মাধ্যাকর্ষণ বুঝবো না ভাই।

যা আমার পেশা, সেখানেই মন
মন চায় ডুবে যেতে সেই কাজে
যত ডুবে থাকি তত বেশি জানি
বেশি জানা নিয়ে আনন্দ সাজে।

জন্ম হলেই বুদ্ধি মাথায়
বুদ্ধির পরিমাণ তো অজানা
ভাবনার দ্বারা হয় পরিচালন
বুঝতে পারার এটাই ঘটনা।

গল্প কবিতা যে পারলে বুঝতে
অংক বুঝতে সে তো অসফল
যান বাহনের সাথে যার যোগ
গাড়ীর বিষয় বুঝতে সফল।

যে মানুষ বোধশক্তিসম্পন্ন
বোঝাতে চাইলে সে তো বুঝে যায়
নাও হতে পারে বুঝে পারদর্শী
যোগ দিতে পারে সে আলোচনায়।

কী ভাবে বুদ্ধি ঢোকে যে মাথায়!
সকলেই চাই এ কথা বুঝতে
কে যে বুঝে গেছে, তার খোঁজ নেই
চাওয়া গুলো সব সলিল-সখাতে।

বুঝতে না পারি, ইচ্ছা তো থাক
বিষয়ের কিছু কথা তো শুনবো
বলতে পারব জানি বিষয়টা
ঐ টুকু বলে থেমেই থাকব।

সুবীর সেনগুপ্ত