//বুদ্ধি বিপাকে ফেলতেও পারে//
বুদ্ধি কে নিয়ে পড়েছ বিপাকে!
কি যে বলো তুমি! ঢোকে না মগজে
কি বিপাক সেটা খুলে বল দেখি
জানতে চাইছি নিজেরই গরজে।
বুদ্ধি আমার অসুরক্ষিত
চুরি হতে পারে, ভয় অবিরত
রক্ষা কি করে করব বুঝি না
করতে চাইছি সংরক্ষিত।
একি মাথা খারাপের লক্ষণ
যাও খুঁজে নাও কোন ঊলুবন
সেখানে সবাই এতই বুদ্ধু
কেউ ভাববে না তোমার মতন।
দুটি প্রশ্নের জবাব দেবে কি!
বুদ্ধির রূপ আকার হয় কি!
কোন স্থানে থাকে বুদ্ধি, বলো তো!
চেষ্টা কোরো না দিতে কোন ফাঁকি।
প্রশ্ন শুনেই চোখ গোল গোল
বোধহয় ভাবছ, আমাকে পাগল
পাগল ছাগল যা ইচ্ছা বলো
তবে দিয়ে যাও জবাব সরল।
বুদ্ধিকে পাই স্বাভাবিক ভাবে
কেউ জানত কি, কে কতটা পাবে!
এই জানা নিয়ে প্রশ্ন ওঠে না
তবে সকলেই কিছু পেয়ে যাবে।
যাদের মগজে খুব বোধশক্তি
তাদের আছে কি অনেক ভক্তি!
কম বুদ্ধির অধিকারী যারা
তারা কি শুনবে শুধু কটুক্তি!
বুদ্ধি করবে সমস্যা দূর
এমন ভাবনা মনে ভরপুর
পারি কি ফেলতে সত্যি বিপাকে!
এমন নজির পেয়েছি প্রচুর।
ঠিক ভাবে কাজে লাগাতে পারলে
বুদ্ধি আনবে সফলতা পালে
গর্বের কোনো বিষয় তো নয়
না কাজে লাগানো কোনো ছলে বলে।
সুবীর সেনগুপ্ত