//বয়স বৃদ্ধি সমতাতে ভরা//
বয়স বাড়ছে, সে তো বাড়বেই
এই বৃদ্ধির বিকল্প নেই
থামানোর কোনো চেষ্টা খুঁজলে
পাগল ছাগল শুনতে হবেই।
এই বৃদ্ধিতে জাতপাত নেই
নেই কারো জ্ঞান, নেই কারো হাত
সমতালে এই বৃদ্ধির ধারা
ধনী ও গরীব কেউ নেই বাদ।
বয়সের ফুল ফোটাতে হয় না
নিজে নিজে ফোটে, হয় না ভাবতে
প্রত্যেক দিন ফুল ফুটে যায়
থাকতে হয় না অপেক্ষাতে।
প্রত্যেক ক্ষণে বয়স বাড়ছে
হিসেব কিন্তু বছরে হচ্ছে
কেন নয় সপ্তাহ আর মাসে!
এই ভাবনায় কে আর থাকছে!
বৃদ্ধিতে নেই কারো অভিযোগ
বয়সের সাথে জনমের যোগ
জীবন গড়ছে, তাই তো বয়স
বয়স বৃদ্ধি হয়ে যায় ভোগ।
বাড়বে কী বেশী, না বাড়বে কম!
অগ্রগতিতে ছেদ পড়বে না
যা কিছু ঘটুক, কিবা আসে যায়
বয়সের উত্থান থামবে না।
বয়স বৃদ্ধি হোক সমাদৃত
প্রবীণ হওয়াও হোক শোভাময়
ভয় দূরে রেখে হলেই বৃদ্ধ
জীবন যুদ্ধে নিশ্চিত জয়।
সুবীর সেনগুপ্ত